ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বসবাসে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪১

বসবাসে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক শীর্ষ ম্যাগাজিন সিইওওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

এছাড়া দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম ব্যয়ে বসবাস করা যায় পাকিস্তানে। এরপরই রয়েছে আফগানিস্তান ও ভারত।

বিশ্বের ব্যয়বহুল দেশের মধ্যে ৯টি ইউরোপের, ৫টি এশিয়ার, একটি উত্তর আমেরিকার, আফ্রিকার একটি, ক্যারিবিয়ান ২টি এবং ওশেনিয়া অঞ্চরের ২টি দেশ রয়েছে।

সুইজারল্যান্ডের পর বিশ্বের ব্যয়বহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ জাপান, পঞ্চম ডেনমার্ক, ষষ্ঠ বাহামাস, সপ্তম লুক্সেমবার্গ, অষ্টম ইসরায়েল, নবম সিঙ্গাপুর এবং দশম দক্ষিণ কোরিয়া। এই তালিকায় ২০তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ২৭তম, সৌদি আরব ৫৭তম এবং রাশিয়া ৮২তম।

৫টি মানদণ্ডের উপর ভিত্তি করে এ তালিকা করেছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। মানদণ্ডগুলো হল-জীবনযাত্রার ব্যয়, বাসা ভাড়া, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যপণ্যের দাম, খাবারের দাম এবং নাগরিকদের পণ্য ক্রয় ক্ষমতা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত