ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫৭

৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে দণ্ডাদেশের ৩০ বছর পর মতিন (৫০) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামী মতিন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দী এলাকার মৃত জিন্নত আলীর ছেলে।

জানা গেছে, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাতকে গলাটিপে হত্যা করে মামুন। পরে নিহতের মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে সে। জান্নাত একই ইউনিয়নের হাজীর টেক এলাকার ফয়জউদ্দিনের মেয়ে। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যামামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় তাকে যাবজ্জীবন দন্ডাদেশ দেওয়া হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ১৯৯১ সালে নারায়ণগঞ্জের আদালত থেকে ধৃত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন দন্ডাদেশ দেওয়া হয়। এর পর থেকে সে পলাতক ছিল।

তিনি জানান, কালাপাহাড়িয়ার বদলপুর এলাকা থেকে স্থানীয় তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত