ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

‘মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজি করা যাবে না’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৬  
আপডেট :
 ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪০

‘মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজি করা যাবে না’

মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদাবাজির দোকান যেন না খোলা হয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে যৌথ সভা শেষে একথা বলেন তিনি। এসময় পরীক্ষিত নেতাদের দলে জায়গা না দিলে দুঃসময়ে আন্দোলনের জন্য নেতাকর্মী খুজেঁ পাওয়া যাবে না বলেও জানান তিনি।

খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা নিয়ে বিএনপি রাজনৈতিক ইস্যু তৈরি করছে । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোনে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে যেন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করি । এসময় ব্যাপারটি এখন মির্জা ফখরুল অস্বীকার করলে তা প্রমাণ করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত