ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

খামার ধোয়া-মোছা করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৯

খামার ধোয়া-মোছা করতে গিয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম (৫৫) নামের এক শ্রমিক মারা গেছেন। মঙ্গলবার দুপুরে চরভাঙ্গুড়া উপজেলা পাড়ায় জনৈক জাহাঙ্গীর আলমের খামারে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ভাঙ্গুড়া সদর ইউনিয়নের চরভাঙ্গুড়া পূর্বপাড়ার মৃত ইউনুস আলীর ছেলে এবং গো- খামারের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রেজাউল করিম উপজেলা পাড়ায় জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির খামারের শ্রমিক ছিলেন। অন্যান্য দিনের মতো তিনি মঙ্গলবার দুপুরে খামার ধোয়া মোছার কাজ করছিলেন। এমন সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। খামারের অন্য শ্রমিকরা টের পয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা বাংলাদেশ জার্নালকে জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত