ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে শেষ হলো দুদিন ব্যাপী শিশু মেলা

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩

নড়াইলে শেষ হলো দুদিন ব্যাপী শিশু মেলা

নড়াইলের লোহাগড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় দুদিন ব্যাপী শিশু মেলা শেষ হয়েছে।

বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার নলদী বি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গণে সমাপনী দিনে শিশু-শিক্ষক-অভিভাবক সমাবেশ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিতর্কের বিষয় ছিলো ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতিরবিকাশ ঘটে’।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, নলদি ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান আবুল কালাম আজাদ পাখি, স্কুল ম্যানেজিং কমিটি’র সভাপতি ওহাব মোল্যা প্রমূখ।

অনুষ্ঠানে রচনা, বিতর্ক, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রাথমিক ও মাধ্যমিকের ১২টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দু’দিন ব্যাপী শিশু মেলার সমাপ্তি হয়। এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত