ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

বিটুমিন প্ল্যান্টের যাত্রা শুরু করল বসুন্ধরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৩

বিটুমিন প্ল্যান্টের যাত্রা শুরু করল বসুন্ধরা

দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির লক্ষ্যে যাত্রা শুরু করেছে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট। এটিই দেশের প্রথম কোনো বেসরকারি বিটুমিন প্ল্যান্ট।

সড়ক নির্মাণে উন্নত বিটুমিনের যোগান দিতে ‘রোড টু দ্যা ফিউচার’ স্লোগানে এ প্রকল্পটি নিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ।

শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে এই প্ল্যান্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উদ্বোধনের পর পরই উৎপাদন শুরু করে প্লান্টটি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত বিটুমিন নিয়ে সমাধান খুঁজে পাইনি। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন পাইনি। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখতে পারতাম না। রাস্তাগুলো টেকসই হতো না। কিন্তু বসুন্ধরা সেই সমাধান নিয়ে এসেছে। দেশের চাহিদা মিটিয়ে তারা বিদেশেও বিটুমিন রপ্তানির পরিকল্পনা করছে। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।’

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আজ একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রাইভেট খাত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণে হাজারো মানুষের কর্মসংস্থানের জোগান দিতে দেশে যাঁরা এগিয়ে এসেছেন তাদের সম্মুখভাগে রয়েছে এই বসুন্ধরা গ্রুপ।’

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘বসুন্ধরা গ্রুপ (বিজি) এ পর্যন্ত ৩০টি শিল্প-কারখানা স্থাপন করেছে, দুটি বিশাল হাউজিং করেছে। আমাদের গ্রুপের একটা বৈশিষ্ট্য বসুন্ধরা গ্রুপ শুধু নিজের জন্য করে না, মানুষের কথা ভেবে করে, মানুষের ও দেশের কল্যাণে করে।’

তিনি বলেন, ‘বসুন্ধরা এমন একটি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে, যেটি হবে দেশের একক বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান। যেখানে প্রায় ৩ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।’

দেশের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজ দেশের অর্থনীতি অনেক বদলে গেছে। আমাদের সমস্ত সফলতার প্রধান উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন, তিনি দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীন দেশটা যখন বঙ্গবন্ধু গড়তে শুরু করলেন, তখন-ই তাকে নির্মমভাবে হত্যা করলো ষড়যন্ত্রকারীরা।’

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘আমি শুধু তার (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি কথা বলতে চাই। রিহ্যাবের প্রথম সভায় বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন, রিহ্যাবের সব মেম্বারই ধনী লোক। মিটিংয়ে তিনি একটা কথাই বলেছিলেন- আপনারা (রিহ্যাব সদস্য) খেলাধুলার জন্য সহযোগিতা করবেন। আজ বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান, তার ৯৯ শতাংশ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি (প্রধানমন্ত্রী) যে উৎসাহ-উদ্দীপনা দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে তার ব্যক্তিগত যে সম্পর্ক। প্রতিটা ক্রিকেটারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন, এসএমএস-এ খোঁজ-খবর নেন। এমনকি কারো ওজন বেড়ে গেলেও প্রধানমন্ত্রী বলেন- তোমরা ওজন কমাও।’

আহমেদ আকবর সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহের কারণেই আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে আমাদের যুবারা। বাংলাদেশ আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা বলতে পারি- অনূর্ধ্ব-১৯ নয়, একদিন আমরা মূল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেদিন হয়তো আর বেশি দূরে নয়।’

বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসাইন জানান, দেশের উন্নয়নের জয়যাত্রায় অংশীদার হতেই বসুন্ধরা গ্রুপ বিটুমিন প্ল্যান্ট চালু করেছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে সড়ক ও মহাসড়ক নির্মাণে বিটুমিনের চাহিদা পূরণে এ প্ল্যান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর আমরা উৎপাদিত উচ্চমানের বিটুমিন বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছি। দেশের চাহিদা বাড়লে উৎপাদন সক্ষমতা বাড়ানোর ব্যবস্থাও রয়েছে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে।

বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তা জানান, ‘দেশে বর্তমানে বিটুমিনের চাহিদা প্রায় পাঁচ লাখ টন, এর ৯০ শতাংশই আমদানি করতে হয়। বাকি ১০ শতাংশ বিটুমিন সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন ইস্টার্ন রিফাইনারি।’

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে প্রতি মাসে বিটুমিনের চাহিদা প্রায় ৪২ হাজার টন। উন্নয়ন কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ায় প্রতি বছর এর চাহিদা ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। সড়কে ব্যবহারের জন্য পেনেট্রেশন গ্রেডের বিটুমিন উৎপাদন ছাড়াও বসুন্ধরার প্ল্যান্টে প্রিমিয়াম মানের পিচ উৎপাদনের সক্ষমতাও রয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত