ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রূপগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৫

রূপগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোরবার ভোরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতদের পরিচয়- উপজেলার চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার ইসমাইলের ছেলে মুন্না (২২), একই এলাকার জাহিদ বয়াতির ছেলে নাজমুল (২৫) ও মালেকের ছেলে রাকিব।

স্থানীয়রা জানান, উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় গত কয়েক মাসে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি ও ডাকাতি রোধে এলাকাবাসী প্রতিনিয়ত রাত জেগে পাহারা দিচ্ছে। রোববার ভোর ৪ টার দিকে তিন অজ্ঞাত যুবককে এলাকায় ঘুরাফেরা করতে দেখলে এলাকাবাসী তাদের গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়।

রূপগঞ্জ থানারউপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, স্থানীয়দের কাছে চোর সন্দেহে তিনজন গণপিটুনি দিয়ে আটকে রাখার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। আটককৃতের জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত