ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

চীন ফেরত প্রবাসীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৫  
আপডেট :
 ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:১০

চীন ফেরত প্রবাসীর শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি

চুয়াডাঙ্গায় চীন ফেরত প্রবাসী হিরনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি টনসিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামীম কবির।

হাসপাতাল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের হারুন আর রশিদের ছেলে হিরন ২ বছর আগে কর্মসূত্রে চীন যান। সম্প্রতি চীনে করোনাভাইরাস মহামারি দেখা দিলে চলতি মাসের ১ তারিখ হিরন দেশে ফিরেন। বাড়ি ফেরার কয়েকদিন পরেই হঠাৎ করেই গলা ব্যাথা ও ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হন তিনি। এতে পরিবারসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। গত ২১ ফেব্রুয়ারি তিনি আলমডাঙ্গা হারদী স্বাস্থ্য কপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখান থেকে হারদী স্বাস্থ্য কপ্লেক্সে কর্তৃপক্ষ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, চীনা প্রবাসী হিরন টনসিল সমস্যায় ভুগছেন। তার শরীরে যাবতীয় পরীক্ষা-নীরিক্ষা করানো হয়েছে। তবে শরীরে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব নেই। মঙ্গলবার তাকে ছুটি দেয়া হতে পারে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত