ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নারায়ণগঞ্জে দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১২  
আপডেট :
 ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৬

নারায়ণগঞ্জে দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ নগরীর পালপাড়া এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে প্রায় ৩০টি দোকান অপসারণ ও দুইটি ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউক জোন-৮ এর অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তার এর যৌথ নেতৃত্বে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পালপাড়া এলাকায় মরহুম আমিনুল সেক্রেটারির ভবনে চারপাশে আবশ্যক উন্মুক্ত স্থান ও গাড়ি পার্কিং জায়গা না রেখে অবৈধ বাণিজ্যিক ৩০টি দোকান নির্মাণ করায় নির্মাণাধীন এই ভবনের মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আখড়া মোড় এলাকায় অজিত সাহার নির্মাণাধীন একটি ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনুমোদনহীন অংশ ভেঙ্গে দেয়া হয়।

জোন-৮ এর অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, গাড়ি পার্কিং ব্যবস্থা না রাখায় এবং অনুমোদনের বাইরে গিয়ে বহুতল ভবন নির্মাণ করায় একটি ভবনকে ৭ লাখ ও অপর একটি ভবনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত