ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলে লৌহজং নদীতে উচ্ছেদ অভিযান

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩০

টাঙ্গাইলে লৌহজং নদীতে উচ্ছেদ অভিযান

টাঙ্গাইলের লৌহজং নদী উদ্ধারে দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নেতৃত্বে সমন্বিতভাবে নদী দখল করে গড়ে উঠা সাততলা বিশিষ্ট একটি ভবন উচ্ছেদের মধ্যে দিয়ে এ নদী উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

নদীর দুই পারে প্রথম পর্যায়ে তিন কিলোমিটারের ২৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে এবং ধারাবাহিকভােেব ৬৫ কিলোমিটার নদীই অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হবে।

এসময় জেলা প্রশাসক বলেন নদীর অবৈধ দভলদারদের হাত থেকে মুক্ত করার জন্য এই উদ্যোগ চলতেই থাকবে। যত দিন লাগবে নদী উদ্ধার কার্যক্রম চলতে থাকবে। তিনি সকলকেই নদীর অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরাতে বলেন। তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত