ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ট্রাফিক আইন অমান্য করায় নিজ চালকের বিরুদ্ধে পুলিশ সুপারের মামলা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৩৮

ট্রাফিক আইন অমান্য করায় নিজ চালকের বিরুদ্ধে পুলিশ সুপারের মামলা

ট্রাফিক আইন অমান্য করায় নিজের গাড়িচালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। গাড়িচালক পুলিশ সদস্য আব্দুল কদ্দুছকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত সোমবার রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন পুলিশ সুপার। তার গাড়িটি গাঙ্গিনারপাড় এলাকায় এলে গাড়িচালক ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের ওপর দিয়ে গাড়ির দিক পরিবর্তন করেন। এসময় ঐ গাড়িতে পুলিশ সুপার বসা ছিলেন। তাত্ক্ষণিক তিনি এ অনিয়মের জন্য চালকের নামে মামলা দেন।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, আইন সবার জন্য সমান। তাই এ মামলা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম বলেন, এটি প্রশাসনের একটি প্রশংসনীয় কাজ।

  • সর্বশেষ
  • পঠিত