ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

রঙ-কেমিক্যাল দিয়ে খাদ্য, বেকারিকে জরিমানা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০

রঙ-কেমিক্যাল দিয়ে খাদ্য, বেকারিকে জরিমানা

গোপালগঞ্জের মুকসুদুপরে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে রং ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে মেসার্স সাহিন বেকারিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

শামীম হাসান জানান, বুধবার দুপুরে মুকসদুপুর উপজেলার টেকেরহাট সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নোংরা পরিবেশে রং ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরীর দায়ে মেসার্স সাহিন বেকারিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশ উন্নত না করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মুচলেকাসহ সাবধান করা হয়।

এ অভিযানে মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত