ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রংপুরে দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০

রংপুরে দিনের বেলাতেও জ্বালাতে হয় কয়েল

রংপুরে শুরু হয়েছে মশার উপদ্রব। দিনের বেলায়ও জ্বালাতে হচ্ছে মশার কয়েল। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর একই পরিস্থিতি সৃষ্টি হলেও সিটি কপোরেশনের পক্ষ থেকে নেয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। যদিও সিটি মেয়রের আশ্বাস, দ্রুতই ওষুধ স্প্রেসহ পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে।

অনেকেই আবার দিনের বেলাতেও মশারি ও কয়েল জ্বালিয়ে রাখছেন। একই দৃশ্য মুলাটোল, মুন্সীপাড়া, জুম্মাপাড়াসহ বিভিন্ন এলাকার।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুসহ নানা ধরনের মারাত্মক রোগ-ব্যাধির সংক্রমণ ঠেকাতে প্রয়োজন মশা নিয়ন্ত্রণ।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাহফুজার রহমান বলছেন, আমাদের করনীয় হবে কোন ড্রেন বা কোথাও যেন পানি জমে না থাকে, এই পানি জমে থাকার কারণে আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে তাহলেই মশারা ডিম পারে বংশবৃদ্ধি করে। পরবর্তীতে এই মশার কারণেই আমাদের ডেঙ্গু জ্বর হচ্ছে।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা আজকে দেখলাম মশা মারলো ২ দিন পর আবার আগের অবস্থা হয়ে যায়। এই রকম যে না হয়। খুব কার্যকর ঔষদ যেন দেওয়া হয় যে জন্য আমরা বুয়েটকে আমাদের পক্ষ থেকে বার্তা দিয়েছি। আমাদের এই ঔষদটা যদি পাই তাহলে আগামী সপ্তাহ থেকে একটা আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিবো।

রংপুর স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত বছর এই বিভাগে প্রায় ১ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত