ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

কাতার যাচ্ছে যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪১

কাতার যাচ্ছে যুদ্ধজাহাজ ‘স্বাধীনতা’

মধ্যপ্রাচ্যের কাতারে সপ্তম আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা।

আগামী ১৬ থেকে ১৮ মার্চ কাতারের রাজধানী দোহায় ‘দোহা ইন্টারন্যাশনাল মেরিটাইম এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স ডিমডেক্স-২০২০’ শিরোনামে এই মহড়া হবে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে দোহার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ‘স্বাধীনতা’।

সফরকালে জাহাজটি শ্রীলংকার কলম্বো ও ভারতের মুম্বাই বন্দর এবং দেশে ফেরার পথে ওমানের মাসকাট ও ভারতের কোচিন বন্দরে শুভেচ্ছা সফর করবে।

মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

চট্টগ্রাম নৌ জেটি ছেড়ে যাওয়ার সময় নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায়।

এ সময় সিএসও টু কমান্ডার বিএন ফ্লিট ক্যাপ্টেন কুতুব উদ্দিন মোহাম্মদ আমানত উল্লাহ্সহ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

মহড়া শেষে জাহাজটি আগামী ৬ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত