ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর আবেদনের সময় বৃদ্ধি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১৮:৪১

বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর আবেদনের সময় বৃদ্ধি

ভারতীয় হাই কমিশন বর্তমানে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০’ এর জন্য আবেদন করার সময়সীমা বৃদ্ধি করেছে।

• আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৫ মার্চ ২০২০।

• আবেদনকারীদের নির্ধারিত ফরম্যাটে জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। নির্ধারিত ফরম্যাট: https://hcidhaka.gov.in/pdf/CV_Format.pdf

• আবেদনকারীদের [email protected] এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

• আবেদন জমা দেয়ার আগে যোগ্যতার মানদণ্ডসমূহ পড়ার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে।

২. সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদল’ ১০০ জন মেধাবী তরুণকে ভারত সফরের সুযোগ করে দেয়। হাই কমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে। আট-নয় দিনের এই সফরে ১০০ জনের তরুণ প্রতিনিধিদলকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।

৩. যোগ্যতার মানদণ্ড:

  • সর্বশেষ
  • পঠিত