ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

যশোরে স্বর্ণ পাচারকারীর যাবজ্জীবন

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ২১:০৩

যশোরে স্বর্ণ পাচারকারীর যাবজ্জীবন
প্রতীকী ছবি

যশোরে সোনা চোরাচালান মামলায় বাবুল হোসেন ওরফে হাবিবুর রহমান বাবুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত বাবুল বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার মৃত ইবাদুল হকের ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন পিপি এম ইদ্রিস আলী।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৫ জুলাই সকালে পুটখালি বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পারেন- জেলেপাড়ার রাস্তা দিয়ে চোরাকারবারিরা সোনা পাচার করবে। সাড়ে ৬টার দিকে নায়েক আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি দল পুটখালি গ্রামের আহাদের বাড়ির সামনে একজনকে সাইকেলে যেতে দেখে থামায়। এ সময় বাবুলকে আটক ও তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে বাধা টেপ দিয়ে পেচানো ১০টি সোনার বার উদ্ধার করা হয়। ওজন ছিল ১ কেজি ১৬৬ গ্রাম।

এ ব্যাপারে নায়েক আশরাফুল ইসলাম বাদী হয়ে আটক আসামির নামে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন।

এ মামলার দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামি হাবিবুর রহমান বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত হাবিবুর রহমান বাবুল কারাগারে আটক আছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত