ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সঙ্গে ইইউর মতবিনিময়

  রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ০২ মার্চ ২০২০, ১৭:২২

রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সঙ্গে ইইউর মতবিনিময়

রাঙামাটি জেলা পুষ্টি সমন্বয় কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে ইউরোপিয় ইউনিয়রনর বাংলাদেশের প্রতিনিধিরা। সোমবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে রাঙামাটি জেলার পুষ্টি কার্যক্রম নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. নিতিশ চাকমা,সভায় ইইউ প্রতিনিধিরা রাঙামাটি জেলা পুষ্টি কার্যক্রম নিয়ে নানান বিষয় জানতে চায় এবং সমস্যা সমাধানের উত্তরণের সুপারিশ কামনা করেন।

এ সময় ইইউ বাংলাদেশ ডেলিগেশনের প্রধান আসুন্টা তেজতা বলেন, রাঙামাটির বিভিন্ন সমস্যা বিষয়ে তারা জাতীয় কমিটি কাছে অবহিত করবেন। এ সময় পার্বত্য চট্টগ্রামের মানুষের পুষ্টি প্রাপ্তির নিশ্চিত করণের ইউরোপিয়ন ইউনিয়নের সহযোগীতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা, ইউনাইটেড পারপাসের প্রকল্প পরিচালক সৌভাগ্য মঙ্গল চাকমা, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, সাংবাদিক আনোয়ার আল হক।

ইউরোপিয় ইউনিয়ন তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলার ১৮ উপজেলার ৭৮টি ইউনিয়নে ৩ হাজার ৫৩৩টি গ্রামে প্রায় ৯ লাখ ৭৬ হাজার ৬৪১ জন নারী শিশু পুষ্টি স্বাস্থ্য নিয়ে লিডারশীপ টু এনসিউর এডুকয়েট নিউট্রিশন (লীন) এর আওতায় ৫ বছর মেয়াদ একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত