ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

এ মাসেই আঘাত হানবে ভয়ঙ্কর চারটি কালবৈশাখী ঝড়!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ মার্চ ২০২০, ১২:০৯  
আপডেট :
 ০৩ মার্চ ২০২০, ১২:২০

এ মাসেই আঘাত হানবে ৪ কালবৈশাখী ঝড়!

হঠাৎ কালবৈশাখীর কবলে পড়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। এরইমধ্যে তাপপ্রবাহ, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টির সঙ্গে মার্চে একটি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেখানে বলা হয়েছে, চলতি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি কালবৈশাখী বয়ে যেতে পারে।

আরো পড়ুন: মৌসুমের বৃষ্টিতে ভিজছে রাজধানী​

এর মধ্যে অন্তত দুটি ঝড় মাঝারি মাত্রার তীব্রতা নিয়ে আঘাত হানতে পারে। এ ছাড়া মার্চের শেষ সপ্তাহে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরো পড়ুন: হঠাৎ শিবচরে ব্যাপক শিলাবৃষ্টি

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে রোববার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্চ মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন: আগামী ৭২ ঘণ্টা আবহাওয়া অফিসের ভয়াবহ সতর্কবার্তা​

মঙ্গলবার ভোর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে। মেঘের গর্জনের পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী। বুধবার দেশের বেশির ভাগ স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃহস্পতিবারও ওই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আরো পড়ুন: ধেয়ে আসছে বছরের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়!

আবহাওয়া অফিস জানিয়েছে, ফেব্রুয়ারিতে দেশজুড়ে স্বাভাবিক অপেক্ষা ৮৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুর বিভাগে। ফেব্রুয়ারিতে দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৭ ডিগ্রি ও ১.২ ডিগ্রি কম ছিল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত