ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আনোয়ার খান মেডিকেলে লাইভ সার্জারি ও ব্রেস্ট সার্জারি ওয়ার্কশপ শুরু

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২০, ২৩:১১  
আপডেট :
 ০৯ মার্চ ২০২০, ২৩:২৩

আনোয়ার খান মেডিকেলে লাইভ সার্জারি ও ব্রেস্ট সার্জারি ওয়ার্কশপ শুরু

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেস্ট কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে দুই দিনব্যাপী ‘অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি’ বিষয়ক ওয়ার্কশপ ও লাইভ সার্জারির আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ৮টায় ধানমন্ডির জিনজিয়ান রেস্টুরেন্টে ওয়ার্কশপ ও লাইভ সার্জারি শুরু হয়। অপারেশন থিয়েটার থেকে কয়েকজন রোগীর উন্নতি পদ্ধতিতে স্তন সার্জারি সরাসরি সম্প্রচার করা হয়।

সার্জারিতে অংশ নিয়েছেন ইংল্যান্ডের উইকম্ভ হাসপাতালের কনসালটেন্ট ব্রেস্ট এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. এস. কে ফরিদ আহমেদ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড এন্ডোক্রাইন বিভাগের প্রধান প্রফেসর ইসমাইল জেটুই, অস্ট্রেলিয়ার ক্রাউন প্রিন্স মেরি ক্যান্সার সেন্টারের রেডিয়েশন অনকোলজি নেটওয়ার্ক এর সিনিয়র স্টাফ ষ্পেশালিস্ট ডা. নাজমুন নাহার এবং ইংল্যান্ডের হুইপস ক্রস ইউনিভার্সিটি হসপিটালের অনকোপ্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড জেনারেল সার্জন কনসালটেন্ট ডা. মো. জাকের উল্লাহ। সার্জারি শেষ হওয়ার পর বাংলাদেশে উন্নতমানের সার্জারির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন।

দিনব্যাপী এ ওয়ার্কশপে বক্তব্য রাখেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. আবদুস সালাম আরিফ। বাংলাদেশে স্তন ক্যান্সারের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. আলী নাফিসা প্রমুখ। উল্লেখ্য, ইতোমধ্যে দেশের বেশ কয়েকজন সার্জন উন্নত স্তন চিকিৎসার ওপর ইংল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন।

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল ডা. এখলাসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হাবিব মিল্লাত এমপি, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর কনক কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন ড. শাহরিয়ার নবী প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন মডার্ণ হেলথ গ্রুপ অব কোম্পানিজের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, হাসপাতাল পরিচালক ডা. জসিম উদ্দিন খান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষ ডা. হাবিবুজ্জামান চৌধুরী, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক এজেডএম মোস্তাক হোসেন তুহিন, এন্ডোক্রায়োনলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ মান্নান।

প্রবাসী চিকিৎসকদের মধ্যে ছিলেন, ইংল্যান্ডের উইকম্ভ হাসপাতালের কনসালটেন্ট ব্রেস্ট এবং অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. এস. কে ফরিদ আহমেদ, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড এন্ডোক্রাইন বিভাগের প্রধান প্রফেসর ইসমাইল জেটুই, অস্ট্রেলিয়ার ক্রাউন প্রিন্স মেরি ক্যান্সার সেন্টারের রেডিয়েশন অনকোলজি নেটওয়ার্ক এর সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ডা. নাজমুন নাহার এবং ইংল্যান্ডের হুইপস ক্রস ইউনিভার্সিটি হসপিটালের অনকোপ্লাস্টিক ব্রেস্ট অ্যান্ড জেনারেল সার্জন কনসালটেন্ট ডা. মো. জাকের উল্লাহ।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত