ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৮ মিনিট আগে
শিরোনাম

অর্থ পাচারকারীদের তালিকা ইন্টারপোলে পাঠিয়েছে দুদক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১২:০৩

অর্থ পাচারকারীদের তালিকা ইন্টারপোলে পাঠিয়েছে দুদক

দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে অবস্থান করছে এমন সাত-আটজনের একটি তালিকা ইন্টারপোলকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, ‘আমাদের কাছে ৬০ থেকে ৭০ জনের একটা তালিকা আছে। সাত-আটজনেরটা ইতোমধ্যে ইন্টাররপোলে গেছে। অন্যগুলোও যাবে।’

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তবে তালিকায় থাকা ব্যক্তিদের নাম জানাননি তিনি।

পাচারকারীদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা এসব তথ্য সংগ্রহ করি না। আমরা মূলত অন্যায়-অপরাধটাই দেখি। কে প্রভাবশালী, আর কে প্রভাবশালী নন, তা আমাদের দেখার কথা না।’

সিঙ্গাপুরে অবস্থানরত অর্থ আত্মসাত্কারীদের বিষয়ে ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে দুদকের একটি দল সেদেশে যাওয়ার কথা ছিল। এ বিষয়ে অগ্রগতি জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, সব প্রস্তুতি নেয়া হলেও নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে তাতে অগ্রগতি আসেনি।

করোনাভাইসারের প্রভাবের মধ্যে অসাধু চক্র সংশ্লিষ্ট জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে- এমন অভিযোগের বিষয়ে দুদক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, ইকবাল মাহমুদের কাছে সাংবাদিকরা জানতে চান।

তিনি বলেন, ‘সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে, ইতোমধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের এমন উদ্যোগের পর যদি দেখা যায় কোনো ব্যক্তিবর্গ বা চক্র ওষুধের দাম বা ইকুইপমেন্টের দাম বাড়িয়ে জনগণকে জিম্মি করে অবৈধ অর্থ উপার্জন করছে তখন আমরা ব্যবস্থা নেব। আমরা আপাতত এই বিষয়ে কোনো পদক্ষেপে যাচ্ছি না। সরকার করছে, তা আমরা দেখছি।’

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অগ্রগতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদক কেবল পাপিয়ার অবৈধ সম্পদ আছে কিনা, সেই বিষয়টি দেখবে। আমরা দেখব, পাপিয়া ৩ কোটি টাকার বিল কোথা থেকে দিয়েছে, কী তার আয়, তার কোনো জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে কিনা?’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত