ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

পল্লীকবি জসীমউদ্দীন’র ৪৪ তম মৃত্যুবার্ষিকী

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২০, ২০:৫৫

পল্লীকবি জসীমউদ্দীন’র ৪৪ তম মৃত্যুবার্ষিকী

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ৮টায় ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পল্লী কবির কবরস্থানে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পার্ঘ অর্পণ শেষে কবি’র বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা প্রমুখ।

এছাড়াও জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর, কবি পরিবারের সদস্যবৃন্দ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উলে­খ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে কবি ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে পৈত্রিক বাড়িতে তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত