মাদক মামলায় জামিন পেলেন সাংবাদিক আরিফুল
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১১:৪৭ আপডেট : ১৫ মার্চ ২০২০, ১১:৫১

মাদক মামলায় জামিন পেয়েছে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। রোববার সকালে হাইকোর্ট সাংবাদিক আরিফুলকে জামিন প্রদান করে।
|আরো খবর
মধ্যরাতে কুড়িগ্রামের বাসা থেকে উঠিয়ে নিয়ে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে শুনানি শেষে মাদক মামলায় জামিন পান তিনি।
১৩ মার্চ সাংবাদিক আরিফুল ইসলামকে আটক ও পরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাংবাদিক আরিফুল ইসলামের স্ত্রী জানান, রাত ১২টার দিকে খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ কে বা কারা দরজা ধাক্কাধাক্কি শুরু করলে আমার স্বামী ফোনে স্বজনদের বিষয়টি জানান। এক পর্যায়ে দরজা ভেঙে তারা আমার স্বামীকে মারধর শুরু করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে উদ্যত হয়। পরে আমার স্বামীকে তুলে নিয়ে যায়।
বাংলাদেশ জার্নাল/ এমএম