ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মুজিববর্ষ

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১৫:২২  
আপডেট :
 ১৭ মার্চ ২০২০, ১৫:৩৫

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের শ্রদ্ধা

লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার মুজিব শতবর্ষ উদযাপনের প্রথম দিনে সারাদেশের ন্যায় কালেক্টরেট ভবন প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এরপর জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো.শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা আনাসার ভিডিপি উপ- পরিচালক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলসহ ক্রমান্বয়ে জেলা শহরে অবস্থিত সরকারি সকল অফিসের কর্মকর্তাবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পন করেন।

এর মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড, জেলা রেজিষ্টার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, পল্লী সঞ্চয় ব্যাংক, জেলা বিপনন অফিস, জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস, জেলা প্রকৌশল বিভাগ উল্লেখযোগ্য।

পরবর্তিতে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পৌর মেয়র মো.আবু তাহের, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ.কে.এম সালাহ্দ্দিন টিপু , লক্ষ্মীপুর প্রেসক্লাব, জেলা সম্মিলিত সাংস্কৃতিকজোট, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া লক্ষ্মীপুর সরকারি মহা বিদ্যালয় সহ জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া ক্লাব সংগঠন ও বিশিষ্টজনের পক্ষেও জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ সহ মুজিবপ্রেমী বিভিন্ন স্তরের সহস্রাধিক মানুষের সমাগম হয়।

সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণের সমাবেশস্থলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে মিলিত হন সকলে। এর আগে ভোরে সকল অফিস আদালত, সরকারি-বেসরকারি অফিস, ক্লাব সংগঠন, হাসপাতাল, দোকানপাট, হাটবাজারের ব্যাবসা প্রতিষ্ঠান সহ সর্বস্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতিরপিতা শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা করে মসজি- মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়াও দিনব্যপী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কণ, আলোচনা, ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন চলবে বলে জানা যায়। রাতে জেলা প্রশাসন-উপজেলা প্রশাসন , জেলা যুবলীগ সহ বিভিন্ন উদ্যোগে আতশবাজি চলবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এছাড়া সোমবার রাত থেকেই আলোকসজ্জার বর্ণিল সাজে সেজে উঠে লক্ষ্মীপর জেলা শহরসহ ৫টি উপজেলা শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস ভবন, মার্কেট ও বিপনী বিতান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত