ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

উপস্বাস্থ্য কেন্দ্র চেয়ারম্যানের বাড়ি!

বাংলাদেশ জার্নালে প্রকাশিত খবরে জামালপুরে তোলপাড়

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১৭:২৮  
আপডেট :
 ১৭ মার্চ ২০২০, ১৮:০২

বাংলাদেশ জার্নালে প্রকাশিত খবরে জামালপুরে তোলপাড়

উপস্বাস্থ্য কেন্দ্র চেয়ারম্যানের বাড়ি! শিরোনামে বাংলাদেশ জার্নালে প্রকাশিত খবরে জামালপুরের পাঠকমহলে তোলপাড় চলছে। আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাইক, কমেন্টস ও শেয়ার। খবরটি ‘টক অব দি ডিস্ট্রিকে’ পরিণত হয়েছে। খবরটি প্রকাশ হওয়ার পর অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। বেরিয়ে আসছে থলের বিড়াল।

উপজেলা চেয়ারম্যানকে নিয়ে মুখরোচক নানা সমালোচনা মানুষের মুখে মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জামালপুরের আমেরিকা প্রবাসী কবি শামীম আজাদ কমেন্টসে লিখেছেন, ‘উনি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান নন! জনবান্ধব চেয়ারম্যান হলে এমন অগ্রহণযোগ্য কাজ করতেন না। মেলান্দহবাসীর উচিত হবে এ বিষয়ে প্রতিবাদ করা। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উচিত এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া।’

ইঞ্জিনিয়ার সোহেল রানা মন্তব্য করেছেন, ‘সেরেছে! এতো ইঞ্জিনিয়ার জাতির কলংক। বেটা প্রকৌশলী হয়ে দেশ গড়। আবার চেয়ারম্যান হওয়ার কাম কি?’ রবিন এইচ এ সান মন্তব্য বলেছেন, ‘... বলে সরকারের এক টাকাও খায় না, ওয়াজ মাহফিলে না সেদিন বললো ? ওরে বাটপার।’ মোহাম্মদ রহুল আমিন বলেছেন, ‘উপজেলা চেয়ারম্যানের বাড়িঘর নাই, হাসপাতালে থাকে কেন? কেউ কি বলতে পারেন?’

তারেক মালেক সিজার মন্তব্য করেছেন, ‘এদের যা মন চায় তাই করে, জামালপুর জেলাটা মনে হয় পৈত্রিক সম্পত্তি।’ মোহাম্মদ আল মিয়া বলেছেন, ‘সে অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হোক।’ সুখি মানুষ নামে এক আইডি থেকে মন্তব্য করেছেন, ‘এদেশ আমার অহংকার। আমাদের দেশে কিছু ঘটলে দায়িত্বশীল লোকেরা বলবে আমরা কিছুই জানিনা। যাই হোক কাজটা ঠিক না। অবশ্যই এর বিচার হবে। কিন্তু আসলে কিছুই না।’

মামুনুর রশিদ বলেছেন, ‘কিছুই বলার নাই। বিবেকহীন জননেতা।’ দিদারুল সিদ্দিকী বলেছেন, ‘গেষ্ট না বলে স্বামী বললেই তো ঝামেলা চুকে যেত।’

পড়ুন সেই খরবটি: উপস্বাস্থ্য কেন্দ্র উপজেলা চেয়ারম্যানের বাড়ি!

এছাড়া জেলার বিভিন্ন উপজেলার লোকজন জানিয়েছেন নানা ক্রিয়া-প্রতিক্রিয়া। চলছে তুমুল আলোচনা-সমালোচনা। জেলা শহরের নানা জনাকীর্ণ স্থানে মানুষজন। এখন এ খবরের নায়ক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে নিয়ে মুখরোচক গল্পে মেতেছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত