ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভয়াবহ দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৩:০১

টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টি!
প্রতীকী ছবি

আগামী কয়েকদিনের মধ্যে দেশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ৩৭ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দমমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ এখন পর্যন্ত চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিন্ম তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলবায়ুর আর্দ্রতা ৩৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত