ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২০, ১৬:০৬

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সোনাতন চন্দ্র ভৌমিককে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সোনাতন চন্দ্র ভৌমিক জেলার উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া মালিপাড়া গ্রামের বৈদ্যচন্দ্র ভৌমিকে ছেলে। ঘটনার পর থেকে সোনাতন চন্দ্র ভৌমিক স্বপরিবারে পলাতক রয়েছেন।

আদালতের বিশেষ পিপি শেখ আবদুল হামিদ লাভলু ও এপিপি আনোয়ার পারভেজ লিমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ১৯৮৭ সালে সোনাতন চন্দ্র ভৌমিককের সাথে বিয়ে হয় পাশ্ববর্তী কামারখন্দ উপজেলার চাঁদপুর গ্রামের হরিপদ দের মেয়ে স্বপ্না রানী দে'র। বিয়ের সময় দাবিকৃত এক লাখ টাকা যৌতুকের মধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করা হয়। বাকি ৪০ হাজার টাকা যৌতুকের জন্য সোনাতন চন্দ্র ভৌমিক তার স্ত্রীকে নির্যাতন করতো।

এরই জেরে ২০০১ সালের ২ আগষ্ট স্বপ্না রানীকে মারধর করে ও গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় স্বপ্না রানীর মা রাজু বালা দে বাদী হয়ে মামলা দায়ের করেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত