ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২০, ০৩:১৯

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাটিলা পুর্ব ইউনিয়নের হাটিলা গ্রামের খন্দকার বাড়ীর পুকুরে পানিতে ডুবে মো. জিলানী (৪) নামের এক শিশু মারা যায়। নিহত শিশু ওই বাড়ীর সাইফুল ইসলামের ছেলে।

এর আগে বুধবার একই ইউনিয়নের পুর্ব হাটিলা গ্রামের মির্জা বাড়ির আমির হোসেনের মেয়ে আনিকা মির্জা (৪) পানিতে ডুবে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু জিলানী। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগের দিন (বুধবার) বিকালে একইভাবে নিখোঁজ হয় শিশু আনিকা মির্জা। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এদিকে একই গ্রামে পর পর দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী বলেন, হাসপাতালে আনার পূর্বেই জিলানী ও আনিকা মির্জা নামের দুই শিশু মারা যায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি কাম্য নয়। তিনি পারিবারিক সচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত