ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে

কোয়ারেন্টাইনে ১০৯, প্রতিরোধে আলোচনা সভা

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০২০, ১৬:৫৯  
আপডেট :
 ২০ মার্চ ২০২০, ১৭:০৫

কোয়ারেন্টাইনে ১০৯, প্রতিরোধে আলোচনা সভা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ১০৯ জন হোম কোয়ারেন্টাইন আছেন। শুক্রবার ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক আলোচনা সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান বাবু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীরটুকু প্রমূখ।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনার কোন বিকল্প নেই। একমাত্র প্রতিরোধই নিজে এবং পরিবারকে বাঁচতে পারে। বিদেশ থেকে কেউ দেশে আসলে আপনাদের জানা মতে এমন কেউ থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় সরকারি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গণমধ্যম কর্মি, ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত