ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মাইকিং করলেও আসছে না ভোটার

  আহমেদ ইসমাম

প্রকাশ : ২১ মার্চ ২০২০, ১৬:৩৩

মাইকিং করলেও আসছে না ভোটার

ছোঁয়াচে প্রাণঘাতী ভাইরাস করোনার জন্য থমকে গেছে গোটা বিশ্ব। কিন্তু ভয়াবহ এ পরিস্থিতির মধ্যেই ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলবে ভোট।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার জন্য ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে নূর তাপস পদত্যাগ করলে এই আসনটি শূন্য হয়। সেই আসনে এবার উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

আরো পড়ুন: নির্বাচনে মহিউদ্দিনের রিকশা সার্ভিস!​

এই ১০ আসনের রায়ের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, জামাল নামে একজন নিজ উদ্যোগে মাইকিং করে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান করছেন।

জানতে চাওয়া হলে বাংলাদেশ জার্নালকে জামাল বলেন, ‘করোনাভাইরাসের ভীতির কারণে মানুষ ভোটকেন্দ্রে আসছেন না। কিন্তু আমি দেখেছি প্রতিটি ভোটকেন্দ্রে হাত ধোয়ার জন্য সাবান পানির ব্যবস্থা রাখা হয়েছে। ভোটাররা চাইলেই নিরাপদে এসে ভোট দিয়ে যেতে পারেন। তাই আমি ভোটারদের আহ্বান করছি তারা যেন ভোট দিতে আসেন।’

‘আর এই মাইকিং করতে কেউ তাকে আদেশ বা নির্দেশও দেয়নি। তিনি শুধুমাত্র একজন স্বেচ্ছাসেবক। ভোটার উপস্থিতি বাড়াতে স্বেচ্ছায় এই কাজটি তিনি করছেন’ বলেও জানান।

আরো পড়ুন: ভোট দিলেন প্রধানমন্ত্রী

রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আকরাম বাংলাদেশ জার্নালকে বলেন, ‘সকাল নয়টায় এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত মাত্র ১৩০টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২৩০৩।’

তবে কেন্দ্রের বাইরে দেখা যায়, রাজনৈতিক দলের কর্মীর সংখ্যা ছিল প্রায় ৫০০ জন। নৌকা মার্কা প্রার্থীর কর্মী রবিন বলেন, ‘ভোট চাওয়ার মত ভোটারই নাই। বরং কর্মী সংখ্যায় আমরা বেশি। তবে আশা করছি বিকেল পাঁচটার আগেই ভোটার সংখ্যা বাড়বে।’

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত