ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

হঠাৎ চট্টগ্রামে আকাশ থেকে পড়ল ৩০ কেজি ওজনের ধাতব বস্তু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ০৬:৩২  
আপডেট :
 ২২ মার্চ ২০২০, ০৬:৫৩

সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ৩০ কেজি ওজনের ধাতব বস্তু

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে উড়ে এসে কমপক্ষে ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়েছে। মাটিতে পড়ার সাথে সাথেই সেটি আবার ৯ থেকে ১০ ফুট মাটিতে ডেবে যায়।

উদ্ধার করা ধাতব বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে। এর গায়ে তে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে।

স্থানীয়রা বলছে, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। এরপরই ধাতব বস্তুর রহস্য উন্মোচনে তলব করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটকে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, এটা নিরেট লোহার মতো একটা বস্তু। উচ্চতা আনুমানিক তিন ফুট। দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতালা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন। এই বস্তুর ওজন প্রায় ৩০ কেজি।

সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি সাহা বলেন, কীভাবে এটি পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি আমরা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত