ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সংক্রামক রোগের তালিকায় কোভিড-১৯

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ২২:০৯  
আপডেট :
 ২৩ মার্চ ২০২০, ২২:২৮

সংক্রামক রোগের তালিকায় কোভিড-১৯
প্রতীকী ছবি

করোনাভাইরাসের ফলে সৃষ্ট কভিড-১৯ কে সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করেছে সরকার। উচ্চ আদালতের নির্দেশে পর এ সিদ্ধান্ত নেয়া হলো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৯ মার্চ এই গেজেট জারি করে, যা ২৩ মার্চ প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: লকডাউন না মানলে কড়া ব্যবস্থা

আরো পড়ুন: আইসোলেশন কোয়ারেন্টাইন কী, কখন দরকার?

আরো পড়ুন: করোনায় গৃহবন্দি ৮ কোটি মানুষ ৬ মাস ফ্রি চাল পাবেন​

আরো পড়ুন: হংকংয়ে পর্যটক প্রবেশ নিষিদ্ধ

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ধারা ৪ (ভ)-এ বর্ণিত ক্ষমতাবলে সরকার নভেল করোনাভাইরাসকে (কোভিড-১৯) সংক্রামক ব্যাধির তালিকাভুক্ত করেছে।

গেজেটে গত ৮ মার্চ থেকে বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তারিখ ধরা হয়েছে।

কোভিড-১৯ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী ঘোষণা করার পর বাংলাদেশে একে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে গেজেট জারি করতে গত ১৮ মার্চ নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

আরো পড়ুন: করোনাভাইরাস: ফোন নিরাপদ করার উপায়

আরো পড়ুন: নিউমার্কেটসহ ডিএসসিসির সব মার্কেট বন্ধ

আরো পড়ুন: করোনাভাইরাস: বিভ্রান্তিকর তথ্য যেভাবে ছড়ায়

আরো পড়ুন: করোনাভাইরাস: মহাসংকটে পোশাক খাত

বাংলাদেশে সংক্রামক রোগের তালিকায় এখন রয়েছে- ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা, এভিয়ান ফ্লু, নিপাহ, অ্যানথ্রাক্স, মার্স-কভ, জলাতঙ্ক, জাপানিস এনকেফালাইটিস, ডায়রিয়া, যক্ষা, শ্বাসনালির সংক্রমণ, এইচআইভি, ভাইরাল হেপাটাইটিস, টাইফয়েড, খাদ্যে বিষক্রিয়া, মেনিনজাইটিস, ইবোলা, জিকা ও চিকুনগুণিয়া।

নতুন করে তালিকায় যুক্ত হলো কোভিড-১৯।

জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলের উদ্দেশ্যে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইনটি ২০১৮ সালে প্রণীত হয়।

আরো পড়ুন: করোনাভাইরাস: অর্থনৈতিক ধাক্কা সামলাতে কোন দেশ কী করছে

আরো পড়ুন: করোনাভাইরাস: ইতালির পাশে রাশিয়া

আরো পড়ুন: হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দেখলেই গ্রেপ্তার

আরো পড়ুন: হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ফল পাঠানো হচ্ছে

কোভিড-১৯ সংক্রামক ব্যাধির তালিকায় যুক্ত হওয়ায় এই ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা কেউ উপেক্ষা করলে তা অপরাধ হিসেবে গণ্য করে এই আইনের অধীনে তাকে শাস্তি দেয়া যাবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত