ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

করোনা সন্দেহে

এক বিচারক ও নির্বাচন অফিসারের নমুনা সংগ্রহ

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ১৫:১০

এক বিচারক ও নির্বাচন অফিসারের নমুনা সংগ্রহ

হবিগঞ্জে প্রাণঘাতি করোনাভাইরাস সন্দেহে এক বিচারক ও জেলা নির্বাচন অফিসার হারুন মোল্লার নমুনা সংগ্রহ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা তাদের দুজনের শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করেন। পাশাপাশি তাদের দুজনকেই হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। হবিগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকেলে হবিগঞ্জ আদালতের এক বিচারক অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ দিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। এ সময় চিকিৎসক তার শরীরের বিভিন্ন অংশের নমুনা সংগ্রহ করেন।

এদিকে, জেলা নির্বাচন অফিসার হারুন মোল্লা অসুস্থ বোধ করলে বিকেলে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় হাসপাতালের চিকিৎসকরা তার নমুনাও সংগ্রহ করে রাখেন।

পাশাপাশি তাদের দুজনকেই আপাতত হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। মঙ্গলবার তাদের দুজনের নমুন পরিক্ষার জন্য ঢাকা মহাখালির রোগতত্ত, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর-তে পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত