ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনা: চুয়াডাঙ্গায় সকল এনজিও'র কিস্তি আদায় স্থগিত

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ০৫:২০

করোনা: চুয়াডাঙ্গায় সকল এনজিও'র কিস্তি আদায় স্থগিত

করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতি বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার সকল এনজিও'র ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার সকল এনজিও'র কিস্তি আদায় স্থগিতের সিদ্ধান্তটি জানানো হয়।

নিজের করা সাক্ষরিত স্থগিতের আদেশটি জেলা প্রশাসক তার ফেসবুক ওয়ালেও শেয়ার করে সকলকে দৃষ্টি আকর্ষন করেন।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনাভাইরাসের কারণে সাধারণ মানুষের আয় কমে গেছে অনেক। ফলে যেসব মানুষ বিভিন্ন এনজিও'র কাছে থেকে ঋন নিয়ে ব্যবসা করে তারা বেশী কষ্টে জীবনযাপন করছে। সাধারণ মানুষের এসব সমস্যা বিবেচনা করে এনজিও’র ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত