ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

করোনা মোকাবেলায়

বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২০, ২২:১১

বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবেলায় বিদেশী নাগরিকদের সব ধনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মিয়ানমার ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও মিশনপ্রধানরা সাক্ষাৎ করতে গেলে এ প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তাদের নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন বলেন, সরকারি অফিস বন্ধ থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় হটলাইনের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত বিদেশী কূটনীতিকদের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করবে।

পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতরা করোনা ভাইরাস মোকবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় সরকার গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত