ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

ইন্টারনেট লাইন কেটে দেয়ায় লাখ টাকা জরিমানা

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১২:৪০

ইন্টারনেট লাইন কেটে দেয়ায় লাখ টাকা জরিমানা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রেহানা আক্তারের ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার আশিক এন্টারপ্রাইজ নামে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

জানা যায়, ইউপি সদস্য রেহানা আক্তারের ইন্টারনেট সরবরাহকারী (ব্রডব্যান্ড) প্রতিষ্ঠান আশিক এন্টারপ্রাইজ রূপগঞ্জ উপজেলার একাধিক সরকারি অফিসে ইন্টারনেট সরবরাহ করে আসছিল। বুধবার রাতে প্রতিষ্ঠানটি উপজেলার সরকারি অফিসগুলোর ইন্টারনেট কানেকশন কেটে দেয়। এর কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ১২ ধারায় বৃহস্পতিবার সকালে আশিক এন্টারপ্রাইজকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে মমতাজ বেগম বলেন, করোনার কারণে সরকারি অফিসগুলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রকার ভাতা দিয়ে দিচ্ছিল। এ সময় আশিক এন্টারপ্রাইজ উপজেলা একাউন্ট অফিস, কৃষি অফিসসহ একাধিক অফিসের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ১২ ধারায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত