ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জনশূন্য জয়পুরহাট, হোম কোয়ারেন্টাইনে আরও ৫৪

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ১৮:০৯

জনশূন্য জয়পুরহাট, হোম কোয়ারেন্টাইনে আরও ৫৪

জয়পুরহাটে করোনা মোকাবেলায় ঔষধ, মুদি, কাচাবাজার ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট ও মার্কেট। এতে জনশূন্য হয়ে গেছে পুরো শহর।

বৃহস্পতিবার দেখা যায় শহরের বিভিন্ন পয়েন্টে করোনা মোকাবেলায় মনিটরিং করছে পুলিশ। এদিকে দিন দিন বেড়েই চলেছে জয়পুরহাটে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এতে মোট হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়াল ২১৯ জনে। এদের মধ্যে ১জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, ২১৯ জন হোম কোয়ারেন্টাইনের মধ্যে এখন পর্যন্ত ২৭ জনকে রিলিজ দেওয়া হয়েছে। জয়পুরহাট সদর উপজেলা ও আক্কেলপুর উপজেলায় মোট ২৫০ বেডের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে প্রশিক্ষন প্রাপ্ত ডাক্তার ও নার্স। এখনও কারও মাঝে করোনার সংক্রমন দেখা দেয়নি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত