ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

ঘরে ফিরছে মানুষ, রাস্তঘাটে গবাদিপশুর বিচরণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৬ মার্চ ২০২০, ২২:৫৪  
আপডেট :
 ২৬ মার্চ ২০২০, ২৩:০৯

ঘরে ফিরছে মানুষ, রাস্তঘাটে গবাদিপশুর বিচরণ

পুলিশ এবং সেনাবাহিনীর কড়া ব্যারিকেড আর টহলের মুখে বুধবার রাত সাড়ে নয়টার দিক থেকে কিশোরগঞ্জ জেলা শহর ও জেলার ১৩ টি উপজেলার হাটবাজারের দোকান পাট, আন্তঃজেলাসহ দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

জনমানবশূন্য হয়ে পড়েছে হাটবাজার, রাস্তাঘাটে নেমে এসেছে এক শুনশান নীরবতা।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কিশোরগঞ্জ শহর সরেজমিন পরিদর্শনকালে জরুরি সার্ভিস এবং চিকিৎসা প্রত্যাশী লোকজন ব্যতীত তেমন কোনো লোকজনের উপস্থিতি হাটবাজার যানবাহন ও রাস্তাঘাটে দেখা যায়নি।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসস্ট্যান্ড ও টার্মিনালগুলো পরিদর্শনকালেও শতশত বন্ধ বাসের সারি দেখা গেছে।

এ সময় প্রধান সড়কপথ দখল করে গবাদিপশু বিচরণ করতেও দেখা গেছে। আশপাশের উপজেলা গুলোতেও একই অবস্থা বিরাজ করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, এ সময়টি হচ্ছে করোনাভাইরাসের "ব্রিডিং" পিরিয়ড। পনের থেকে বিশদিন সময় এ ধরনের সতর্কতা অবলম্বন করতে পারলে আমাদের লোকজন করোনাভাইরাসের সংক্রমণ থেকে অনেকাংশেই নিরাপদ থাকবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত