ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

দেশে বেড়েছে করোনার বিস্তার ও নমুনা সংগ্রহের আওতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৭:৩৪  
আপডেট :
 ২৭ মার্চ ২০২০, ১৭:৩৬

দেশে বেড়েছে করোনার বিস্তার ও নমুনা সংগ্রহের আওতা
ফাইল ছবি

বাংলাদেশে মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের কাজ এখন থেকে ভিন্নভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ বা আইইডিসিআর।

আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রথমদিকে শুধু বিদেশ ফেরত বা করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলেও এখন আরো বেশি সংখ্যক মানুষের নমুনা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, শুধু বিদেশ থেকে এসেছেন তা নয়, বিদেশ থেকে এসেছিলেন এমন ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন তাদের নমুনাও আমরা সংগ্রহ করি। এছাড়াও ষাটোর্ধ্ব ব্যক্তি বা যাদের মধ্যে দীর্ঘমেয়াদী রোগ রয়েছে, এমন ব্যক্তিদের মধ্যে কোভিড-১৯ এর লক্ষ্মণ, উপসর্গ দেখা গেলে তাদের নমুনাও আমরা সংগ্রহ করে পরীক্ষা করছি।

এই ধরণের ব্যক্তিদের বাইরেও যাদের নিউমোনিয়া হয়েছে এবং নিউমোনিয়ার কারণ স্পষ্ট নয়, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> বিশ্বের ২০০ দেশে করোনা​

> কাশি দিলেই শাস্তি

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> গুজবে হবিগঞ্জবাসীর নির্ঘুম রাত

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> করোনাভাইরাস: মোবাইল বিক্রি কমেছে ১৪ শতাংশ​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

তিনি আরো বলেন, পাশপাশি যেসব পেশার মানুষের অনেক মানুষের সংস্পর্শে আসতে হয়, তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পেশাগত কাজে যাদের অনেক মানুষের সংস্পর্শে আসতে হয় এবং কার সংস্পর্শে এসেছেন সে বিষয়ে তিনি জানেন না, এমন ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।

এছাড়া যেসব রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, এতদিন তাদের নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে আইইডিসিআরের দল গেলেও এখন থেকে হাসপাতালেই নমুনা সংগ্রহ করা হবে বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, এতদিন যে টিম হাসপাতালে নমুনা সংগ্রহের কাজ করছিল, তারা যেন সরাসরি মানুষকে সেবা দিতে পারে সে লক্ষ্যে এখন হাসপাতাল থেকে সরাসরি নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামাজিকভাবে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের কার্যক্রম চালিয়ে যাবে আইইডিসিআর।

এছাড়া দশদিনের ছুটি থাকায় যারা ঢাকার বাইরে চলে গেছেন, জেলা পর্যায়ের হটলাইনগুলোতে যোগাযোগ করলে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকা অথবা চট্টগ্রামের পরীক্ষা কেন্দ্রে আনা হবে বলে জানান আইইডিসিআরের পরিচালক।

শুক্রবার পর্যন্ত বাংলাদেশে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আর এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। সূত্র: বিবিসি বাংলা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> বিমানের দুটি ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> স্পেনের উপ-প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনাভাইরাস: বাড়িতে যা করবেন

> সব কারখানা বন্ধের নির্দেশ​

> করোনা ‘জয়ে’ সুখবর​

> হ্যান্ডওয়াশ মাস্ক দিচ্ছে সেনাবাহিনী

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ পাঠাবে মন্ত্রণালয়

> করোনাভাইরাসকে ‘ধন্যবাদ’, বিপাকে বিদ্যা বালান​

> করোনা থেকে বাঁচতে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু​

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা​

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

  • সর্বশেষ
  • পঠিত