ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘সাধারণ মানুষকে রাস্তাঘাটে হয়রানি নয়’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৮:০৮

‘সাধারণ মানুষকে রাস্তাঘাটে হয়রানি নয়’

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাধারণ মানুষকে রাস্তা-ঘাটে হয়রানি না করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাস্তায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় যে কেউ প্রয়োজনে যেতেই পারেন এবং গেলেই হয়রানির শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। এটি করার জন্য পুলিশকে বলা হয়নি। গতকালও পুলিশ সদর দপ্তর থেকে বলা হয়েছে, মানুষ প্রয়োজনে অবশ্যই রাস্তায় বের হতে পারে, কিন্তু অপ্রয়োজনে নয়।’

তিনি আরও বলেন, ‘যদি কেউ অপ্রয়োজনে বের হয় তাহলে তাদের বুঝিয়ে ঘরে পাঠিয়ে দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে, লাঠিচার্জ বা হয়রানি নয়।’

তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলার এ সময়ে নিম্নবিত্তের মানুষের জন্য কেজিপ্রতি ১০ টাকা হারে চাল বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কবে থেকে এ কার্যক্রম শুরু তা বলতে না পারলেও দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বমহলে প্রশংসিত হয়েছে এবং তার আহ্বানে সাড়া দিয়ে মানুষ গৃহে অবস্থান করছে।

বাংলাদেশ জার্নাল কেআই

  • সর্বশেষ
  • পঠিত