ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আটকে পড়া বাংলাদেশিদের ফিরতে সহায়তা করবে দূতাবাস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ০৭:৩১  
আপডেট :
 ২৮ মার্চ ২০২০, ০৭:৩৪

আটকে পড়া বাংলাদেশিদের ফিরতে সহায়তা করবে দূতাবাস

করোনাভাইরাস পরিস্থিতিতে অনেক বাংলাদেশি কলকাতাসহ ভারতের বিভিন্ন জায়গায় আটকা পড়েছেন। কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে তাদের সহযোগিতা করবে দূতাবাস। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) ড. মোফাকখারুল ইকবাল জানান, কলকাতায় অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরতে চাইলে তাদের সহযোগিতা করবে দূতাবাস। এ বিষয়টি একটি মিটিংয়ে আলোচনা হয়েছে।

প্রয়োজনে বর্ডার পর্যন্ত পৌঁছে ভারতীয় সীমান্ত পার করে দেবেন দূতাবাসের কর্মকর্তারা। তবে উপ-দূতাবাসের সঙ্গে নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে যোগাযোগ করতে হবে।

এ দূতাবাসের পক্ষে কনস্যুলার বিভাগ থেকে সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন শেখ শাফিন।

সবশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ১৫ জনসহ ভারতে ৭৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন এবং ১৮ জন মারা গেছেন। অন্যদিকে, নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে ভারত। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত