ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

গোপালগঞ্জে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৫:০৬  
আপডেট :
 ২৮ মার্চ ২০২০, ১৭:৩০

গোপালগঞ্জে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে

গোপালগঞ্জে করোনাভাইরাসরোধে পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ওষধ স্প্রে করা হয়েছে। শনিবার সকালে পৌর মেয়র কাজী লিয়াকত আলীর লেকুর নেতৃত্বে গোপালগঞ্জ পৌরসভার সামনে থেকে এ কর্যক্রম শুরু করা হয়।

৪০জন পরিচ্ছন্নকর্মী পৌর এলাকার ৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক ঔষধ স্প্রে করছে। এছাড়া পৌর এলাকা ২৫টি স্থানে এবং দরিদ্র জনগনের জন্য ৩৬টি সিডিসিতে হাত ধোয়া ব্যবস্থা করাসহ ৫০টি স্থানে প্রচারণামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিদেশ ফেরত প্রবাসীদের তালিকা প্রস্তুত করে হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে।

এ সময় প্রশাসনিক কর্মকর্তা মো: হারুনার রশীদ, তত্ত্বাবধায়ক জাকারিয়া আলম, কাঞ্জারভেন্সী ইন্সেপেক্টর ইমরান আলী মোল্লা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত