ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কোয়ারেন্টাইন শেষ হলো ২৪৩ জনের

  সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৬:১৪

কোয়ারেন্টাইন শেষ হলো ২৪৩ জনের

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা ৫২৬ জনের মধ্যে গত তিন দিনে ২৪৩ জন প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আর কাউকে কোয়ারেন্টাইনে রাখা হয়নি। এখন পর্যন্ত ২৮৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির এসব তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় সর্বমোট ৫২৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে ১৪ দিন শেষ হওয়ায় গত চার দিনে কোয়ারেন্টাইনে থাকা ২৪৩ জন প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় ১৫ জন প্রবাসীকে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়াও বুধবার ১০৮ ও বৃহস্পতিবার ১১০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ২৮৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এসব ব্যক্তিদের খোঁজ-খবর রাখা হচ্ছে। যারা কোয়ারেন্টাইন মেনে চলবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে খোলা হয়েছে করোনা মনিটরিং সেল। সেখান থেকে জনগণকে ২৪ ঘণ্টা সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত