ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, জনমনে আতঙ্ক

  কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ১৭:৫১

নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট, জনমনে আতঙ্ক

পটুয়াখালীর কলাপাড়ায় একদল মুখোশধারী গভীর রাতে অস্ত্রের মুখে এক পরিবারকে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের নফেল তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় ওই মুখোশধারীরা তার বসত ঘরের আসবাবপত্র তছনছ করে।

শুক্রবার সকালে এ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নওফেল তালুকদার জানান, প্রত্যেকের হাতে, রামদা ও চাকু ছিল। প্রথমেই ৪-৫ জন ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে মোবাইল সেট নিয়ে যায়। এরপর ঘরের আলমারিতে থাকা নগদ ১০ লক্ষ টাকাসহ প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় আরো কয়েকজন ঘরের বাইরে পাহারায় ছিল। তিনি এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করেছেন।

নফেল তালুকদারের ছেলে পারভেজ জানান, ওইরাতে মুখোশদাধারীরা টিনের বেড়া ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর সকলের কাছে থাকা মোবাইল সেট কেড়ে নেয়। পরে ঘরের মালামাল লুটে করে নিয়ে যায় বলে তিনি সাংবাদিদের জানান।

বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে জানিয়েছেন ।

কলাপাড়া থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত