ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফের শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২০, ২১:৩৫

ফের শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়

একদিনের বিরতির পর মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফের বাড়িমুখী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার লৌহজং উপজেলার ঘাটে গিয়ে হাজারো মানুষের ভিড় দেখা যায়।

এর আগে গত মঙ্গলবার ও বুধবার হাজার হাজার মানুষ হুমড়ি খেয়ে পড়ে শিমুলিয়া ঘাটে। ভিড় সামলাতে রীতিমত হিমশিম খায় প্রশাসন। এরপর প্রশাসনের চেষ্টায় বৃহস্পতিবার থেকে ঘাট এলাকায় কমে আসে চাপ। শুক্রবার দিনভর ঘাট এলাকা ছিল ফাঁকা।

শিমুলিয়া পোর্ট কর্মকর্তা শাহ আলম বলেন, গণপরিবহন বন্ধ হওয়ার পরও মানুষের ঢল কিছুতেই থামছে না। ফেরি ঘাটে ভিড়ার সাথে সাথে মানুষের ঢল নামে ফেরিতে ওঠার জন্য। কোনোভাবেই তা ঠেকানো যাচ্ছে না।

লৌহজং থানার ওসি আলমঙ্গীর হোসাইন বলেন, ‘আমরা সচেতনতার জন্য ২৪ ঘণ্টা কাজ করে চলেছি। ফেরিঘাটের বিষয়টি আলাদা। ফেরিতে গাদাগাদি করে মোটরসাইকেল ও যাত্রীরা চড়ছে। যেখানে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হাটে-বাজারে, বিভিন্ন মুদি দোকানে ছক একে দেওয়া হয়েছে দুরুত্ব বজায় রাখার জন্য। সেখানে ফেরিতে কোনো জায়গা নেই। কোনো লোক যদি করোনাভাইরাস নিয়ে এই জনসমাগমে ফেরিতে ওঠে তা হলে ওই এলাকায় মহামারি ছড়াতে খুব একটা সময় লাগবে না ‘

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত