ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ইঁদুরের ফাঁদে কৃষকের মৃত্যু

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২০:৩৮

ইঁদুরের ফাঁদে কৃষকের মৃত্যু

বরিশালের বানারীপাড়া উপজেলায় ইঁদুর মারার জন্য ধান ক্ষেতে বিদ্যুতের তৈরি ফাঁদে পড়ে সরোয়ার মৃধা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে জাকির হোসেন মৃধার জমি থেকে সরোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সরোয়ার পূর্ব সৈয়দকাঠী গ্রামের মৃত নহরী মৃধার ছেলে।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, জমিতে গরুর ঘাস কাটতে যান সরোয়ার। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় তার পরিবার বিকেলে বাড়ির পাশের জমিতে খুঁজতে যান। এ সময় তারা একই বাড়ির চাচাতো ভাই জাকির হোসেন মৃধার জমিতে সরোয়ারকে বিদ্যুতের গুনায় জড়িয়ে পড়ে থাকতে দেখে। ওই গুনা বিদ্যুত দেয়া হয় যাতে ইঁদুর ধান নষ্ট করতে না পারে। কিন্তু সরোয়ার বিষয়টি জানতো না।

খবর পেয়ে পুলিশ উদ্ধার করে সরোয়ারকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগামীকাল সোমবার সরোয়ারের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। বর্তমানে মরদেহ বানারীপাড়া থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত