ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

করোনা আতঙ্কের মধ্যেই আবহাওয়া অফিসের নতুন খবর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৫:০৫

করোনা আতঙ্কের মধ্যেই আবহাওয়া অফিসের নতুন খবর

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে টানা চতুর্থ দিনের মতো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গত তিন দিন ১২টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেলেও সোমবার চারটি অঞ্চলের ওপর দিয়ে সেটি বয়ে যাচ্ছে।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘ফরিদপুর, মাদারীপুর, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ‘এই ২৪ ঘণ্টার পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে।’

তাপপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলোর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফরিদপুরে ৩৬ দশমিক ২ ডিগ্রি, মাদারীপুরে ৩৬ ডিগ্রি, সীতাকুণ্ডে ৩৬ দশমিক ৪ ডিগ্রি এবং রাঙামাটিতে ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস (দিনের সর্বোচ্চ তাপমাত্রা)।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত