ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

৪০ হাজার কর্মহীন মানুষকে খাদ্য দিচ্ছে বিসিসি

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৬:৫৯

৪০ হাজার কর্মহীন মানুষকে খাদ্য দিচ্ছে বিসিসি

করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়-দুস্থ ও সুবিধাবঞ্চিত ৪০ হাজার পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।

সোমবার সকাল থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে নগরীর কেডিসি বস্তির (মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কলোনী) কর্মহীন ১২শ’ পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয় বিসিসি। পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে মসুর ডালের প্যাকেট দেয়া হয়।

এ সময় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৩ নম্বর প্যানেল মেয়র আয়শা তৌহিদ লুনা, বিসিসির প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক শেখর দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, বিসিসি’র হিসেবে করোনা পরিস্থিতির কারণে নগরীর ৩০টি ওয়ার্ডের অন্তত ৪০ হাজার মানুষ কর্মহীন অবস্থায় রয়েছেন। অসহায় এই মানুষদের খাদ্য সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র। তার নির্দেশে এই খাদ্য সহায়তা কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ওয়ার্ডে খাদ্য সহায়তা দেয়া হবে। একবার নয়, করোনা পরিস্থিতি দীর্ঘায়িত হলে যতবার প্রয়োজন ততবার কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র।

এছাড়াও বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রামণ এড়াতে সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন সড়কে নিয়মিত ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনেসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। করপোরেশনের পক্ষ থেকে করোনা সচেতনতায় মাইকিংসহ প্রচারপত্র বিলি অব্যাহত রয়েছে। এছাড়া করোনা সংক্রান্ত সমস্যার অভিযোগ এবং এর প্রতিকারের জন্য সিটি করপোরেশনে একটি কন্ট্রোল রুম চালু করেছে।

এদিকে কর্মহীন মানুষের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের দেয়া খাদ্য সহায়তা জেলার ৭৬৮ পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। সোমবার বরিশাল অফিসার্স ক্লাবে এক সংক্ষিপ্ত আয়োজনে হিজড়া সম্প্রদায়ের ৫০ জনকে খাদ্য সহায়তা দেয়া হয়। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুল ডাল, ২টি মাস্ক এবং সাবান দেয়া হয়।

এছাড়া বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে আড়াইশ’ পরিবহন শ্রমিকের মাঝে, নগরীল ব্রাউন কম্পাউন্ড এলাকায় অসহায় ৫০টি পরিবারের মাঝে, নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ১১৫টি পরিবারে এবং সদর রোডের দক্ষিনাঞ্চল গলিতে অর্ধশত পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত