ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

রাজশাহীতে করোনা সন্দেহে আইসোলেশনে কিশোর

  রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৮:০২  
আপডেট :
 ৩০ মার্চ ২০২০, ১৮:২৪

রাজশাহীতে করোনা সন্দেহে আইসোলেশনে কিশোর

রাজশাহীতে করোনা আক্রান্ত সন্দেহে এক কিশোরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ও করোনা চিকিৎসা সমন্বয় কমিটির আহ্বায়ক আজিজুল হক আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা সংক্রমিত সন্দেহে ওই কিশোরকে রোববার রাত ১২টার দিকে রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ১৭ বছর বয়সের এই কিশোরের বাড়ি রাজশাহী পবা উপজেলায়।

আজিজুল হক আজাদ বলেন, ওই যুবকের সর্দি ও শুকনো কাশি আছে। তবে এখনো আমরা নিশ্চিত নই। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিদেশ বা ঢাকা থেকে আসা কারো সংস্পর্শে যাওয়ার তার কোন ইতিহাস পাওয়া যায়নি। তবে তার পরীক্ষা করতে চায়।

১ এপ্রিল রাজশাহীতে করোনা পরীক্ষার ল্যাব চালু হলে ওই কিশোরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আরও ৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৫১৯ জন রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিভিল সার্জন ডাক্তার এনামুল হক।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত