ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

গণমাধ্যমেও ‘করোনা’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১২:২৭  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১২:৪০

গণমাধ্যমেও ‘করোনা’
ফাইল ছবি

বিশ্বের নানান সব প্রতিকূল অবস্থা, যুদ্ধসহ অন্যান্য পরিস্থিতিতে কাজ করতে হয় গণমাধ্যম কর্মীদের। তারা মানুষের মাঝে সংবাদ পৌঁছে দেয়ার কাজটা করে থাকেন। কিন্তু মহামারী করোনাভাইরাস এবার সেই কাজের ধরণকেও যেন বদলে দিয়েছে!

করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও বেশ কিছু পরিবর্তন এসেছে। আর তাতে দেশের বিভিন্ন স্থান থেকেই মুদ্রিত সংবাদপত্র বন্ধ হওয়ার খবর আসছে। টেলিভিশন ও অনলাইন সংবাদপত্রগুলো চালু থাকলেও কাজের ধারায় এনেছে ব্যাপক পরিবর্তন।

সার্বিকভাবে দেশের সংবাদ মাধ্যমের কাজের পরিবেশে এমন পরিবর্তন আগে কখনও দেখেনি বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা।

এ বিষয়ে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম গণমাধ্যমকে বলেন, সবকিছু মিলেই কিন্তু এখন গণমাধ্যম দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ভিত্তির ক্ষেত্রে কিন্তু ক্রমশই দুর্বল হয়ে পড়ছে। কঠিন একটা সময়ে মধ্য দিয়ে এখন গণমাধ্যম চলছে।

বাংলাদেশ জার্নালের স্টাফ রিপোর্টার তৈফিক অরিন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিকভাবে যতোটা ঘুরতাম, সংবাদের জন্য বাইরে যতোটা সময় থাকতাম, তা কমিয়ে দিয়েছি। বাসা থেকে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার মিরাজ শামস বলেন, বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ কর্মীকেই হোম অফিস বা বাসায় বসে কাজ করতে অনুমোদন দেয়া হয়েছে। আমি নিজেও বিশেষ প্রয়োজন ছাড়া বের হচ্ছি না। বাসায় বসেই অফিসের কাজগুলো করছি।

বাংলাদেশ জার্নালে আরো পড়তে পারেন:

> লকডাউন: বাড়ি ফিরতে ছেলেকে কাঁধে নিয়ে ২ দিন হাঁটলেন যুবক

> করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

> নাগরিকদের বাংলাদেশ ছাড়তে বলেছে ব্রিটিশ হাই কমিশন​

> করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর আগে যা বললেন চিকিৎসক

> করোনাভাইরাস: নাগরিকরা প্রত্যেকে পাবেন ১২ শ ডলার​

> ঢাকা মেডিকেলে ৩ ঘণ্টায় মিলবে করোনা টেস্টের ফল​

> বিদেশী নাগরিকদের সহযোগিতার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

> প্রাথমিক শিক্ষকদের টিফিন ফি যাবে ‘করোনা ফান্ডে’​

> যে ৭ রোগ থাকলে করোনা হলে আপনার ঝুঁকি বেশি​

> করোনার সচেতনতায় এমনটা কেউ করেননি আগে​

> চট্টগ্রামে ছাপা পত্রিকার বিক্রি কমেছে ৯০ শতাংশ​

> দেশ লকডাউন হলেও মসজিদ বন্ধ করা যাবে না

> পিপিই ছাড়া চিকিৎসা দেয়ার নির্দেশনা স্থগিত

> করোনাভাইরাসকে ‘অবহেলা’ করছেন ট্রাম্প​

> করোনা দুশ্চিন্তায় জার্মান মন্ত্রীর আত্মহত্যা

> করোনা নিয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা

> খুব দ্রুত করোনার ‘ওষুধ’ আনছে জাপান​

> ব্রিটেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত​

> লকডাউনে ঘরে সুস্থ থাকার উপায়​

> চা পানেই করোনা থেকে মুক্তি!

> বিশ্বের ২০০ দেশে করোনা​

> কাশি দিলেই শাস্তি

টেলিভিশনে ফুটেজ সংগ্রহের একটি বিষয় থাকে, সেগুলো সম্পাদনা করে সম্প্রচারের জন্যও কর্মীর দরকার হয়। তাই তাদের লোকবলের প্রয়োজন হয় বেশি।

বেসরকারি এক টেলিভিশনের একজন প্রতিবেদন জানান, তাদের এখন টানা তিন দিন অফিস করার পর টানা তিন দিন ছুটি।

অবশ্য সব টেলিভিশনের চিত্র এমন নয়, সুবিধা মনে করে একেক টিভি একেক কর্মপদ্ধতি ঠিক করেছে।

এছাড়া মানবজমিনসহ ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকা ঘোষণা দিয়ে করোনার জন্য আপাতত ছাপা বন্ধ করে দিয়েছে। তাছাড়া রাজধানীর বাইরে বিভিন্ন স্থানীয় পত্রিকাগুলোও বন্ধ করে দেয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগরীর পত্রিকা বিক্রি কমেছে অন্তত ৯০ শতাংশ। এ পরিস্থিতিতে স্বাভাবিকই সংবাদমাধ্যমে পরিবর্তন লক্ষ্যণীয়।

সংশ্লিষ্ট বলছেন, ছাপা পত্রিকার বিক্রি কমে যাওয়ার পেছনে মূলত দুটি কারণ দায়ী।

১) মানুষ ভাবছেন পত্রিকার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রামণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এর কোনো প্রমাণ মিলেনি। আর যারা এটা মেনে নিচ্ছেন, তাদের দাবি পত্রিকার হকারদের মাধ্যমে তো করোভাইরাস ছড়াতে পারে।

২) হকাররা অনেকে করোনা ভয়ে আপাতত পত্রিকা বিলি ছেড়েছেন। কেউ এরই মধ্যে রাজধানীয় ছেড়েছেন। আর রাজধানীতে থাকলেও অনেকে ঝুঁকির কথা বিবেচনা করে পত্রিকা বিলিতে অনাগ্রহ দেখাচ্ছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

আরো পড়ুন:

> করোনা ‘জয়ে’ সুখবর​

> করোনায় বাড়িতে যা করবেন

> করোনায় বাড়ি ছাড়লেন সালমান​

> ঘরে বসেই করোনার ঝুঁকি পরীক্ষা​

> বাড়ি জীবাণুমুক্ত রাখবেন যেভাবে​

> সিরিয়ায় প্রথম করোনা রোগীর মৃত্যু​

> করোনা পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে​

> করোনায় সুন্দরবনের কপালে কী আছে!​

> করোনা ঠেকাতে তালপাতার মাস্ক ব্যবহার

> করোনায় প্রাথমিকে ‘বার্তা’ দিবে মন্ত্রণালয়

> কোনো ধরনের জনসমাগম নয়: প্রধানমন্ত্রী

> করোনায় চিকিৎসক যুগলের অন্যন্য দৃষ্টান্ত​

> করোনা একটি যুদ্ধ, আমাদের জিততে হবে

> করোনাভাইরাস: সাত উপায়ে থামবে ভুল তথ্য​

> করোনার ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন দিবালা​

> বিমানের দুটি ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

> মাছ বিক্রেতা নারীই বিশ্বের প্রথম করোনা রোগী!​

> পুলিশের লাঠিপেটা হয়রানি, বিভিন্ন মহলে ক্ষোভ​

> করোনা থেকে বাঁচতে ডেটল খেয়ে ৫৯ জনের মৃত্যু​

> করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার, আক্রান্ত ৭ লাখ​

> করোনা বিষয়ে ড্যাবের স্বাস্থ্যসেবা ও হটলাইন চালু​

> ঢাকার রাস্তা নিয়ন্ত্রণ করবে পুলিশ, সাথে সেনাবাহিনী

> করোনা চিকিৎসায় আশার আলো দেখছেন চিকিৎসকরা​

> রাজধানীর যেসব হাসপাতালে মিলবে করোনার চিকিৎসা​

> দেশে বেড়েছে করোনার বিস্তার ও নমুনা সংগ্রহের আওতা

> অন্যদের বাঁচাতে আত্মহত্যা করলেন করোনা আক্রান্ত নার্স

> করোনা সন্দেহে ঢাকা থেকে আসা স্বামীকে বের করে দিলেন স্ত্রী​

  • সর্বশেষ
  • পঠিত