ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘যতক্ষণ থাকবে শ্বাস, ততক্ষণ চলবে কাজ’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৩:২২  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১৩:২৭

‘যতক্ষণ  থাকবে শ্বাস, ততক্ষণ চলবে কাজ’

ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ইউএনও আশরাফুল আলমের নির্দেশনায় দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে ‘চাচিতারা তরুণ প্রজন্ম’ এর উদ্যোগে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে দলমত নির্বিশেষে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনটির স্লোগান, ‘যতক্ষণ থাকবে শ্বাস, ততক্ষণ চলবে কাজ।’

প্রকল্পের নাম নাম: স্টে হোম, স্টে সেফ।

জনসচেতনতায়: চাচিতারা তরুণ প্রজন্ম।

প্রাথমিক পর্যায় সংগঠনটি ৬০০ পরিবারের মধ্যে বিভিন্ন উপকরন বিতরণ করে।

প্রত্যেক পরিবারের জন্য যা ছিল -

১। বাড়ি বাড়ি ক্যাম্পেইন করে করোনাভাইরাসের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত বুঝানো।

২। মাস্ক- ১ পিস

৩। সাবান- ১ টি করে

৪। জ়ীবাণু নাশক স্প্রে।

৫। হাত পরিস্কার করার নিয়ম।

চাচিতারা গ্রামের বিত্তশালী এবং সচেতন ব্যাক্তিদের সহযোগিতা পেলে পরবর্তীতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে চায় সংগঠনটি।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত